চরভদ্রাসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ, ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করার পাশাপাশি চরভদ্রাসনকে মডেল উপজেলা হিসেবে কাজ করার ঘোষনা দিলেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

বৃহস্পতিবার চরভদ্রাসনে বিভিন্ন শ্রেণীর প্রেশার মানুষের সাথে মতনিবিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে নবাগত জেলা প্রশাসক সমাজের সকল শ্রেণীর ও পেশার মানুষের সহযোগীতা প্রত্যাশা করেন।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশের প্রাচীণতম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য এ জেলার উন্নয়নে পরিকল্পিতভাবে রুপরেখা তৈরি করে সরকারকে প্রস্তাবনা দেয়া হবে বলে তিনি জানান ।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপার সভাপতিত্বে অনুষ্ঠিতটি সঞ্চালনা করেন,চরভদ্রাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুল ইসলাম, এ সময় অন্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, এছাড়া , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহ প্রায় তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.