গুরুতর অসুস্থ তামিম ইকবাল, নেয়া হয়েছে লাইফ সাপোর্টে

শেয়ার

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ চলাকালে সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনকি তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে শাইনপুকুরের সাথে মোহামেডানের খেলায় ফিল্ডিং করছিলেন তামিম। একপর্যায়ে বুকে তীব্র ব্যাথা অনুভব করতে থাকেন তিনি।

বিকেএসপিতেই তাকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। অবস্থার উন্নতি না হওয়ায় স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। এক পর্যায়ে অবস্থার কিঞ্চিত অবনতি হলে তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

উল্লেখ্য, হেলিকপ্টারে করে তামিমকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা চলছে। তবে বর্তমান শারীরিক অবস্থায় তাকে স্থানান্তর করাটাও বেশ কঠিন বলে মনে করছেন চিকিৎসকরা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.