এমন রেকর্ড গড়া জয় এই প্রথম

শেয়ার

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

যেখানে পেসারদের দাপুটে বোলিংয়ে দাঁড়াতেই পারেনি আইরিশরা। ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। আর তাদের ব্যাটে রেকর্ড গড়া ১০ উইকেটে জয় করেন বাংলাদেশ।

এর আগে বাংলাদেশর নয় উইকেটের জয় ছিলো সর্বোচ্চ। সেটা ২০২২ সালে ১৩ জুলাই ওয়েস্ট উইন্ডিজ মাঠে তাদের বিপক্ষে। তবে এবারই প্রথম রেকর্ড ১০ উইকেটের জয় পেলো টাইগাররা।

আইরিশদের দেওয়া ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকেন দুই ওপেনার তামিম ও লিটন। লিটন কিছুটা দেখেশুনে খেললেও মারমুখী ব্যাটিং করতে থাকেন অধিনায়ক তামিম ইকবাল। মাত্র ৫ ওভারে স্কোরবোর্ডে ৩৯ রান যোগ করেন এই দুই ব্যাটার।

এরপরও মারমুখী ব্যাটিং চালিয়ে যান দুই ওপেনারই। শেষ পর্যন্ত এই দুই ব্যাটারের ঝরো ব্যাটিংয়ে ১০ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। তামিম ৪১ বলে ৪১ ও লিটন ৩৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। এই জয়ে ২-০ তে সিরিজ জিতলো বাংলাদেশ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.