ইভিএমে নেওয়া দুই বছর আগের ভোট পুনর্গণনা, একই ফলাফল পেল ইসি

শেয়ার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের ইলেকট্রনিক ভোটিং মেশিনের ফলাফল পুনর্গণনা করে একই ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী ট্রাইব্যুনালের নির্দেশে এই ভোট ফের গণনা করা হয়।

ইসি জানিয়েছে , প্রথমবারের মতো এমন ভোট পুনর্গণনার ফলাফল প্রমাণ করে ইভিএমে ভোটগ্রহণ করা হলেও তা পুনর্গণনা করা যায়।

রোববার (৬ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের যুগ্মসচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটগ্রহণ ইভিএমে অনুষ্ঠিত হয়। কিন্তু গত ৫ নভেম্বর নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬নং সাধারণ ওয়ার্ডের ভোট পুনর্গণনা করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.