আইসিইউতে পিএসজির গোলরক্ষক

শেয়ার

ঘোড়দৌড়ের সময় সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন পিএসজির গোলরক্ষক সের্হিয়ো রিকো। তিনি বর্তমানে স্পেনে সেভিয়ার একটি হাসপাতালের আইসিইউতে আছেন।

পিএসজির দ্বিতীয় পছন্দের এই গোলকিপারের আহতের হওয়ার খবরটি নিশ্চিত করেছে পিএসজি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর, স্পেনে ঘোড়ার পিঠে থাকা অবস্থায় আরেকটি নিয়ন্ত্রণহীন ঘোড়ার সঙ্গে সংঘর্ষে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন রিকো। তার পর তাকে হেলিকপ্টারে করে সেভিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়।

পিএসজি বিবৃতিতে জানায়, ‘রবিবার সের্হিয়ো রিকোর দুর্ঘটনার খবর আমরা জানতে পেরেছি। বর্তমানে তার পরিবারের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে।’

২৯ বছর বয়সী রিকো দীর্ঘদিন ধারে খেলার পর পিএসজিতে যোগ দেন ২০২০ সালে। তার আগে সেভিয়া, ফুলহ্যাম, মায়োর্কায় খেলেছেন। তাছাড়া ২০১৬ সালে স্পেনের একটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.