আইপিএল নিলামে অবিক্রিত জাহানারা আলম

শেয়ার

উইমেন্স প্রিমিয়ার লিগের (আিইপিএল) দ্বিতীয় আসরের নিলাম চলছে। নারী আইপিএলের নিলামে দেশ-বিদেশের ১৬৫ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হচ্ছে।

গত বছরের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। এবারের নিলামে এখনও পর্যন্ত ৩ কোটি ২০ লাখে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তারকা ন্যাট শিভার ও অ্যাশলে গার্ডনারকে দলে নিয়েছে মুম্বাই ও গুজরাট।

অথচ বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার জাহানারা আলমে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক অবিক্রিত আছেন।

এবারের নিলামে কোন নারী ক্রিকেটার সেরা মূল্যে বিক্রি হবেন তা আর কিছু সময়ের মধ্যেই জানা যাবে।

বিকেল ৩টায় শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। এবারের নিলামে ৪০ হাজার বেস প্রাইসে রয়েছেন ৬ জন তারকা ক্রিকেটার। তারা হলেন-

কিম গার্থ (অস্ট্রেলিয়া) – বেস প্রাইস ৫০ হাজার টাকা
ডিয়েন্ড্রা ডট্টিন (ওয়েস্ট ইন্ডিজ) – বেস প্রাইস ৫০ হাজার টাকা
শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) – বেস প্রাইস ৪০ হাজার টাকা
অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া) – বেস প্রাইস ৪০ হাজার টাকা
জর্জিয়া ওয়েরহ্যাম (অস্ট্রেলিয়া) – বেস প্রাইস ৪০ হাজার টাকা
অ্যামি জোনস (ইংল্যান্ড) – বেস প্রাইস ৪০ হাজার টাকা

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.