আব্দুল হামিদের লেখা বইয়ের বিরূদ্ধে বিক্ষোব চলছে। বইটির নাম “অলৌকিক শাস্তি (ডিভাইন পানিশমেন্ট) কোভিড-১৯?” যা মার্চ ২০২২ এ প্রকাশিত হয় , আমেদের প্রকাশনী- ঢাকা হতে।
বিক্ষোবকারীরা বইটির বিষয়বস্তু নিয়ে অভিযোগ করে এবং তারা জনগন ও পুলিশকে লেখকে গ্রেফতার করতে বলে এবং তাকে শাস্তি দিতে বলে। তারা এই বইটিকে বাজার থেকে না সরানা পর্যন্ত সারাদেশে বিক্ষোবের হুমকি দেয় এবং ইসলামের বিরুদ্ধে ব্লাসফেমি করায় লেখকে শাস্তি দেওয়ার আহবান জানায়।
আমরা এই বিষয়ে আপনাদের আরো তথ্য দিতে থাকবো