চীন ফেরত একজনের দেহে করোনার নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত

শেয়ার

চীন ফেরত চারজনের মধ্যে একজনের দেহে করোনার ধরন ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে।

আক্রান্ত ব্যক্তি সুস্থ আছেন। সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

আজ রবিবার এ তথ্য জানিয়েছেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শিরীন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে স্বাস্থ্য অধিদপ্তরে এই রিপোর্ট পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‌‘নতুন উপধরন নিয়ে আমরা ভীত নই। আমরা চাই না কেউ করোনা সংক্রমণ নিয়ে প্যানিক হয়ে যাক।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.