সরকারের নেয়া কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ রাষ্ট্রপতির

শেয়ার

সেবক হিসেবে সাধারণ মানুষের কল্যাণে সরকারের নেয়া কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বুধবার (২৯ নভেম্বর) সকালে, মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ কোর্সে অংশগ্রহণকারীদের সনদ প্রদান অনুষ্ঠানে এই নির্দেশ দেন।

এবার ২৪টি দেশের ৪৯জন, বাংলাদেশ পুলিশের ৩জন এবং সশস্ত্রবাহিনীর ২০৫জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন।

এসময় রাষ্ট্রপতি দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পেশাগত প্রশিক্ষণ প্রদানে এ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভূমিকার প্রশংসা করেন।

 

 

রাষ্ট্রপতি বলেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নসহ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে সরকার সবসময় অঙ্গিকারাবদ্ধ।

ডিগ্রি অর্জনকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা করেন, একুশ শতকের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্রশিক্ষণ সহায়ক হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান জনগণের কাজে লাগাতে তাগিদও দেন রাষ্ট্রপতি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.