সাকিব-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শেয়ার

টপঅর্ডারের বিপর্যয় যেন গা সওয়া হয়ে গেছে বাংলাদেশ দলের। ইংল্যান্ডের পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও কিছু বুঝে ওঠার আগে ৪ উইকেট নেই। স্কোরবোর্ডে তখন মাত্র ৫৬ রান। এখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

দুজনের ব্যাটে এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৫ রান। ওভার শেষ হয়েছে ২৯ টি। এই জুটিতে মানিয়ে নিতে কিছুটা সময় নিয়েছেন সাকিব। বিশেষ করে দুই স্পিনার মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রর বিপক্ষে।

৪৩ বলে সাকিব অপরাজিত আছেন ২২ রানে। তবে বাংলাদেশ অধিনায়কের তুলনায় বেশ দ্রুত রান তুলেছেন মুশফিক।মুশফিক এরমধ্যে ফিফটি ছুঁয়ে ফেলেছেন। ৫৩ বলে তাঁর রান ৫২।

ইনিংসে পাঁচ চার ও দুই ছক্কা। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর ৪৯তম ফিফটি। এবারের বিশ্বকাপে এটাই প্রথম। দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে ব্যাট কথা বলছে মুশফিকের। তবে মুশফিকের কাছে নিশ্চয়ই দলের চাওয়া থাকবে, ইনিংসটা যতটা বড় করা যায়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.