মাঠের খেলায় আর্জেন্টিনা-ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বীর দুই দেশ হিসেবেই পরিচিত। তবে লাতিন আমেরিকার এ দুই দেশের বর্তমান প্রজন্মের সবথেকে বড় দুই তারকার মধ্যে রয়েছে অসাধারণ বন্ধুত্ব।
লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কের রসায়ন নিয়ে কম বেশি জানা আছে সবারই। আর সম্প্রতি নেইমারের করা মন্তব্য তাদের দুজনের সম্পর্ককে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়।
কোপা আমেরিকা ফাইনালে হারের পর মেসিকে জড়িয়ে ধরে নেইমারের সেই কান্নার কথা মনে দাগ কেটেছিল সবার। এরপর ড্রেসিং রুমে বসে শিরোপাজয়ী বন্ধুর সঙ্গে ব্রাজিলিয়ান তারকার আড্ডাও কম আলোচনার জন্ম দেয়নি। এমনকি বার্সেলোনা ছেড়ে এলএমটেনের পিএসজিতে যোগদানেও সেলেসাও স্ট্রাইকারের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
তবে সম্প্রতি ব্রাজিলিয়ান একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নেইমারের করা মন্তব্য মেসির সঙ্গে তাঁর বন্ধুত্বের দৃষ্টান্ত নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিজের বিশ্বজয়ী বন্ধুর নামের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রাখবেন বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
ব্রাজিলিয়ান টিভি চ্যানেল কেইজটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমারের কাছে প্রশ্ন করা হয়েছিল নিজের ছেলে হলে নাম কি রাখবেন তিনি। উত্তরে কোনো রকম দ্বিধা ছাড়াই এক শব্দে সেলেসাও স্ট্রাইকার বলেন, মেসি।
এদিকে বন্ধু মেসির নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখতে চাইলেও এখনই পুত্র সন্তানের পিতা হচ্ছেন না নেইমার।
বান্ধবী ব্রুনা বিয়ানকার্দীর সঙ্গে সম্পর্কে খুব শীঘ্রই কন্যা সন্তানের মুখ দেখতে চলেছেন তারা। কদিন আগেই বাবা হতে চলেছেন এমন খবর জানিয়েছিলেন তিনি। তাঁর প্রেমিকা বিয়ানকার্দি এক ইন্সটাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘আমরা এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। কন্যা, তোমাকে সরাসরি দেখার তর সইছে না। তুমি আমাদের সবচেয়ে দুর্দান্ত উপহার।’
তবে ভবিষ্যতে ছেলে সন্তানের পিতা হলে তখন নিজের পরম বন্ধুর নামেই নাম রাখবেন নিজের ছেলের, এমনটাই হয়তো জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।