৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সিইসিকে ফয়জুল করীমের নোটিশ

শেয়ার

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনায় সিইসির বক্তব্যকে দায়িত্বহীন ও কুরুচিপূর্ণ আখ্যায়িত করে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সেই সঙ্গে সাত দিনের মধ্যে তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী শায়েখ চরমোনাই সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের পক্ষে বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান আইনজীবী মোহাম্মদ আবদুল বাসেত।

এর আগে নির্বাচনের দিন হামলার শিকার হন ফয়জুল করীম। বিষয়টি সাংবাদিকেরা জানতে চাইলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘উনি কি ইন্তেকাল করেছেন?’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.