নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে ওয়ারেন্টভুক্ত ডাকাত ও নিয়মিত মামলার আসামীসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। আটকৃতরা হচ্ছে- রাখালিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে আরিফ হোসেন, সোনাপুর গ্রামের বজল হকের ছেলে কামাল হোসেন ও উত্তর দেনায়েতপুর গ্রামের ফিরোজ আলমের ছেলে রায়হান।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় রায়পুর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরিফ হোসেন, কামাল হোসেন, রায়হান নামের ৩ আসামীকে আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।