কমলনগরে বিরল প্রজাতির প্রাণি আটক

শেয়ার

কমলনগর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে স্থানীয়দের হাতে বিরল প্রজাতির একটি প্রাণি আটক হয়েছে। তৎক্ষণিক খবর পেয়ে পুলিশ উদ্ধার করে।
সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুনানগর এলাকার আবু হাওলাদারের বাগান বাড়ি থেকে প্রাণিটিকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, বিকালে শিশুরা বাগানের পাশে খেলছিল। এসময় প্রাণিটিকে দেখে শিশুরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি এলাকা ছড়িয়ে পড়লে লোকজন একত্রিত হয়ে ফাঁদপাতে। সন্ধ্যায় প্রাণিটি ফাঁদে আটকা পড়ে। এসময় স্থানীয়দের লাঠির আঘাতে কিছুটা আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাণিটিকে উদ্ধার করে। এটি দেখতে অনেকটা বাঘের মত। সারা গায়ে ডোরাকাটা কালো দাগ আছে। ৩ফুট লম্বা, উচ্চতা দেড় ফুট, ওজন প্রায় ৮ কেজি হবে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, খবর পেয়ে আহত অবস্থায় প্রাণিটিকে উদ্ধার করা হয়েছে।
কমলনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আক্তারুজ্জামান  বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে যাচ্ছি। দেখলে বলা যাবে এটি বাঘ না অন্যকোনো প্রাণি। এ ব্যাপারে বণ বিভাগের রেঞ্জার ও চিড়ায়াখানা কতৃপক্ষের সাথে যোগাযোগ করে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.