লক্ষ্মীপুর, কমলনগর:
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় নির্বাচনের দুই মাস পর ভোটের ফলাফল বানচালের অভিযোগে গেজেট বাতিলের জন্য মামলা।
১১ নভেম্বর অনুষ্ঠিত চরকাদিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরের দিন চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী আশ্রাফ উদ্দিন রাজন (রাজু) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ’কে ফুল দিয়ে বরণ করে এবং পরবর্তীতে প্রায় দুই মাস পর ১ জানুয়ারী তিনিই ফলাফল বাতিল চেয়ে লক্ষ্মীপুর সিনিয়র সহকারী জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
যাহার মামলা নং নির্বাচনী ট্রাইব্যুনাল ১/২০২২
এছাড়াও নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দুই প্রার্থী মিষ্টিমুখও খাইয়েছেন একে অপরকে। এরই মধ্যে সরকারি গেজেট প্রকাশ ও শপথ শেষ করে নির্বাচিত চেয়ারম্যান চালাচ্ছেন পরিষদের ধারাবাহিক কার্যক্রম।
পরাজিত চেয়ারম্যান প্রার্থী আশ্রাফ উদ্দিন রাজন(রাজু) আদালতে মামলার এজাহারে বিজয়ী প্রার্থীর গেজেট বাতিল চেয়ে তাকে (পরাজিত) চেয়ারম্যান ঘোষণার দাবি জানান।
মামলায় তিনি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলেন। সোমবার (২৪ জানুয়ারি) চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ মামলার কারণ দর্শানো নোটিশ পেয়েছেন বলে জানান।
মামলায় তিনি অভিযোগ করেন, উপরের মহলের নির্দেশে প্রিজাইডিং অফিসাররা মোটরসাইকেলের প্রাপ্ত ভোটের ব্যালট উল্লেখযোগ্য অংশ হাতপাখার ব্যালটের বান্ডলের সঙ্গে যুক্ত করে ৪৭৬৮ ভোট, এবং মোটরসাইকেলের প্রাপ্ত ৩৭৯৭ দেখিয়ে বেআইনিভাবে তাকে পরাজিত ঘোষণা করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী দেখান।
রাজু মামলায় আরো দাবি করেন, সঠিকভাবে ভোট গণনা করলে তিনি নির্বাচিত হতেন। তাই হাতপাখার প্রার্থী নন, তিনি নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা ও গেজেট বাতিল চেয়ে ট্রাইব্যুনালে মামলা করেছেন।
বিজয়ী চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন,সোমবার বিকেলে আমি নোটিশ পেয়েছি। আইনজীবীর সঙ্গে আলোচনা করে নোটিশের জবাব দেব। আমি নির্বাচিত হওয়ার পর রাজন আমাকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন। এখন আবার কেন ফলাফল বাতিল চেয়ে মামলা করেছেন, তা জানি না।
কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী বলেন, মামলার বিষয়টি আমার জানা নেই।