পল্লী নিউজ ডেস্ক :
চট্রগ্রাম বিভাগের সেরা পুলিশ সুপার (লক্ষ্মীপুরে কর্মরত) আ স ম মাহতাব উদ্দিনকে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে এ ফুলেল শুভেচ্ছা জানায় দলীয় নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন বাপ্পি, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌসিফ মাহমুদ জাহিদ, রায়পুর উপজেলা ছাত্রলীগ নেতা পাপেল মাহামুদ, জেলা ছাত্রলীগের সদস্য আজিজুল হাকিম প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস জানান, এক সময় সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপকর্মের রাজত্ব ছিলো লক্ষ্মীপুর জেলায়, আ স ম মাহতাব উদ্দিন পুলিশ সুপার হিসেবে লক্ষ্মীপুরে যোগদানের পর জেলার সন্ত্রাসী, হত্যা, মাদক, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম নির্মূলে পুলিশ প্রশাসনকে তৎপর রাখায় আজকের এ সফলতা। তার উল্লেখযোগ্য ভূমিকার কারণে জেলাবাসীর মাঝে নিরাপত্তা ও স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য ১০ জানুয়ারী মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের অপরাধ দমনে উল্লেখ্য যোগ্য ভূমিকা রাখায় বিভাগীয় শ্রেষ্ঠত্বের সম্মাননা পান লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন। এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম পিপিএম এ সম্মাননা তার হাতে তুলে দেন।