পল্লী নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের কমলনগরে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। শুক্রবার দিবাগত রাত ১২.০১ মিনিটে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে । পরে কমলনগর থানা ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদ পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর শহীদ মিনারে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।