পল্লী নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে মালবাহী ট্রাক চাপায় মোঃ কবির হোসেন (২৮) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে সদর উপজেলার জকসিন বাজার এলাকার ঢাকা-রায়পুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত কবির সদর উপজেলার সাহাপুর গ্রামের কালু মিয়ার ছেলে। এবং বাজারে বিশিষ্ট মাছ ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, ব্যবসায়ীকবির জকসিন বাজারে মহা সড়ক পাড়াপার হচ্ছিলো। এ সময় লক্ষ্মীপুর থেকে একটি মালবাহী ট্রাক তাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করে পুলিশে হস্তান্তর করে এবং নিহতের মৃত দেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।