২৪ ঘন্টায় মৃত্যু ৪২, আক্রান্ত ২৭৪৩ জন

শেয়ার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে এখন পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৫ পুরুষ জন, বাকি ৭ জন নারী। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩০ জনের, বাকিদের বাড়িতে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে।

আজ রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১২ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫২টি ল্যাবে আগের নমুনা মিলে পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৩৬টি নমুনা। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত দেশে ৬৫ হাজার ৭৬৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৯৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৩ হাজার ৯২৩ জন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.