হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক জাকির হোসেন

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট সরকারি উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. জাকির হোসেন। রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। রোববার (২২ সেপ্টেম্বর) ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপন থেকে জানা গেছে, লক্ষ্মীপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে হাজিরহাট সরকারি উপকূল ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অধ্যাপক মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বদলি/পদায়নকৃত চিঠি তিনি পেয়েছেন। অধ্যক্ষ পদে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগীতা প্রত্যাশা করছেন।

প্রসঙ্গত, গত বছর হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজকে সরকারি করে শিক্ষা মন্ত্রণালয়। কলেজ সরকারি হওয়ার পর অধ্যক্ষ পদ শূন্য হয়; এরপর থেকে ওই কলেজের শিক্ষক লোকমান হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.