সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ বিদ্যালয়ে ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান

শেয়ার

মো.বদিউজ্জামান,( তুহিন) নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ ১৪ আগস্ট সোনাইমুড়ী থানাধীন ছনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্হিত ছাএীদেরকে অপ্রাপ্ত বয়সে কোন সম্পর্কে (রিলেশনে) না জড়ানো বাল্য বিবাহ, ইভটিজিং বিরোধী বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন।

এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ উপলক্ষে বই ও টিফিন বক্স ছাত্রীদের মাঝে বিতরণ করেন।

অপরদিকে সোনাইমুড়ী ৫ নং অম্বরনগর ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা আক্তার হোসেন ( দুলু) জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তার ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। অম্বর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম নোমান জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অম্বরনগর উচ্চ বিদ্যালয়কে সুসজ্জিত করা হয়েছে।

নোয়াখালী পৌর পিতা ও জেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব সহিদ উল্যাহ খাঁন (সোহেল)বলেন, জাতীয় শোক দিবসে তার পৌরসভা কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে ।

অন্যদিকে সেনবাগ পৌরসভার মেয়র ভিপি আবু নাছের ( দুলাল) জানান,তিনি শোক দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.