সরিষা ফুলের রাজ্যে মৌমাছির গুঞ্জন

শেয়ার

দেশে শীতকালে নানা ধরনের ফুল ও ফলের দেখা মেলে। এ সময়ে মাঠে মাঠে শোভা ছড়াচ্ছে হলুদ সরিষা ফুল।

এ ফুলের নান্দনিক সৌন্দর্য শোভা বাড়িয়েছে প্রকৃতিতে।
তবে চলতি মৌসুমে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। উপজেলাটিতে মাঠের পর মাঠ সরিষার হলুদ ফুলে ভরে গেছে। সরিষা ফুলের রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখর হয়ে উঠেছে। মৌমাছি প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করে। অনেক আগে থেকে মৌমাছির সঙ্গে মানুষের মধুর সম্পর্ক তৈরি হয়েছে।

মানুষ মৌচাক থেকে যে মধু আহরণ করে সেটাই হচ্ছে মৌমাছির সংগ্রহ করা মধু। মৌমাছি ঘুরে ঘুরে নিজেদের খাদ্য ও মধু সংগ্রহ করে। প্রাণী বিজ্ঞানীদের মতে ফুলের মধ্যে এক প্রকার মিষ্টি তরল পদার্থ থাকে যার নাম নেক্টার। মৌমাছিরা ফুল থেকে এ নেক্টার প্রথমে নিজেরা পান করে এবং তাদের দেহের মধু থলিতে করে মৌচাকে নিয়ে যায়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.