লক্ষ্মীপুর সদর হাসপাতালকে ঘিরে ফার্মেসিগুলোতে গলাকাটা ব্যবসা

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আশেপাশে প্রায় ৫০টি ফার্মেসি রয়েছে। এরমধ্যে বেশিরভাগ ফার্মেসির বিরুদ্ধে রয়েছে অতিরিক্ত দামে ওষধ বিক্রয়ের অভিযোগ। তবে এ হাসপাতাল ঘেঁষে গড়ে উঠা কয়েকটি ফার্মেসি রীতিমত কসাইখানায় পরিণত হয়েছে। সদর হাসপাতালে কোন রোগী আসলেই স্বজনদের সাথে আপন সেজে দফারফা করে ওষধ দিতে থাকে ফার্মেসির মালিক, কর্মচারী কিংবা দালালরা। এরপর রোগী সুস্থ্য হওয়ার একপর্যায়ে স্বজনদের কাছে ওষধ বিক্রয় বাবদ মোটা অংকের টাকা দাবী করে তারা। রোগীর স্বজনরা ওষধের দামের চেয়ে অতিরিক্ত টাকা দিতে অপারগতা জানালেই চেনা মুখগুলো হয়ে পড়ে অচেনা। মধুর আচরণ ছেড়ে ভংকর রুপ নেই ফার্মেসি মালিকরা। অনেক সময় চাহিদামত বকেয়া টাকা না পেলে রোগী কিংবা স্বজনদের আটক রাখার অভিযোগ রয়েছে ফার্মেসি মালিকদের বিরুদ্ধে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষধ রাখা, ফার্মাসিস্ট না থাকা, ওষধের রশিদ না দেয়া ও ড্রাগ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে একাধিক ফার্মেসির মালিকের বিরুদ্ধে। তবে সবকিছু জেনেশুনেই অজ্ঞাত কারনে নিরব রয়েছে লক্ষ্মীপুর ওষধ প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ঘেঁষে সরকারি জমি দখল করে ড্রাগ লাইসেন্স ছাড়াই গড়ে উঠেছে কয়েকটি ফার্মেসি। এছাড়াও ৩/৪টি ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স থাকলেও ফার্মাসিস্ট ছাড়াই পরিচালিত হচ্ছে সেগুলো। আইন অনুযায়ী ড্রাগ লাইসেন্স প্রাপ্ত সকল ফার্মেসিতে ফার্মাসিস্ট থাকা বাধ্যতামুলক। কিন্তু এসব ফার্মেসিগুলোতে ফার্মাসিস্ট ছাড়া দালালদের মাধ্যমে ওষধ বিক্রয় করে ব্যবসা পরিচালনা করছে ফার্মেসি মালিকরা।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.