লক্ষ্মীপুর পৌরসভায় ৫ বছরে উন্নয়ন মূলক কাজ করেছে এমএ তাহের

শেয়ার
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর পৌরসভায় গত পাঁচ বছরে একশ ৭২ কোটি ৯০ লাখ টাকার উন্নয়ন মূলক কাজ করেছে এমএ তাহের। এসব উন্নয়নের কারনে পৌরবাসীর হৃদয়ে স্থান করেছে এমএ তাহের। তার উন্নয়নে দেখে জনগণ তাকে আবারো মেয়র পদে দেখতে চায়। তিনি লক্ষ্মীপুর জেলা শহর থেকে গরু বাজার স্থানান্তর করে পরিবেশ বান্ধব একটি আধুনিক গরু বাজার প্রতিষ্ঠা করেন। মানুষের পানির দূর্ভোগ কমাতে দুইটি উৎপাদক নলকূপ স্থাপন করেছে। পৌরবাসীর সুবিধার্থে ৪৯ টি রাস্তা ও ৯টি ড্রেনের উন্নয়নমূলক কাজ করেছেন। এছাড়াও লক্ষ্মীপুর চকবাজারে দৃষ্টিনন্দন আধুনিক মসজিদ নির্মাণ করেছেন। এছাড়াও লক্ষ্মীপুরকে আধুনিক শহরে রূপান্তরিক করতে চকবাজার মসজিদ মার্কেট ও পৌর বিপনী বিতান নির্মাণ সম্পন্ন করেছে। এমএ তাহের লক্ষ্মীপুর আইডিয়াল ল কলেজ ও পৌর আইডিয়াল কলেজ প্রতিষ্ঠিত করেন। এতে আইনজীবি হওয়ার আগ্রহী শিক্ষার্থীরা নোয়াখালী না গিয়ে লক্ষ্মীপুরে পড়ালোখা সম্পন্ন করতে পারে। লক্ষ্মীপুর জালালিয়া মসজিদ তিনি নিজেই তত্বাবধায়ন করেন। এ পৌরসভার বিভিন্ন স্কুল-কলেজ, রাস্তা-ড্রেন, পানি ও বিদুৎ দিয়ে সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে লক্ষ্মীপুরে পরিকরবদ্ধ এমএ তাহের।
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.