লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ ৩৭ জন সহ মোট আক্রান্ত ১শ’ ৮৬

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় একদিনে সর্বোচ্চ ৩৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ২০, রামগঞ্জে ৭, কমলনগরে ৭, রামগতিতে ২ ও লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নমুনা নেয়া চাঁদপুরের ১ চাকুরীজীবি শনাক্ত হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুর সদরে ১ ও রায়পুর উপজেলার ১ জন পুরাতন শনাক্ত ব্যক্তি রয়েছে। এনিয়ে লক্ষ্মীপুর জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১শ’ ৮৬জন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফার সেন্টার (NILMRC) এ বিগত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত সংগৃহীত নমুনা প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে আজ রেজাল্ট পাওয়া যায়। সর্বমোট প্রাপ্ত রেজাল্ট ২শ’ ৮৫। এরমধ্যে নতুন পজেটিভ ৩১ জন। এছাড়াও NSTU হতে প্রাপ্ত- পজেটিভ- ৫ (কমলনগর) ও ঢাকা হতে আগত ১ (সদর) রয়েছেন। সর্বমোট জেলায় নতুন ৩৭ জন আক্রান্ত রোগী। এনিয়ে সর্বমোট রোগীর সংখ্যা ১শ’ ৮৬জন। এর আগে জেলায় পজেটিভ রোগীর সংখ্যা ছিল ১শ’ ৪৯ জন।

পজেটিভ রোগীর তথ্য
—————————–
পজেটিভ কেইস বিভাজন : সদর- ৭৯, রামগঞ্জ- ৩৬, কমলনগর- ১৯, রামগতি- ১৭, রায়পুর- ৩৫।
 
হাসপাতালে ভর্তি আছ- ৬১ জন(রামগঞ্জ- ৯, সদর হাসপাতাল- ২৮, কমলনগর- ১১, রায়পুর- ১১, রামগতি- ২)
 
হোম আইসোলেটেড চিকিৎসাধীন- ৬৯ জন( সদর- ৩২, রামগতি- ০৮, রায়পুর- ২০, রামগঞ্জ- ৭, কমলনগর- ২)
 
সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন মোট- ৫২ জন(কমলনগর-৬, রামগতি- ৬, রামগঞ্জ- ১৯, সদর- ১৭, রায়পুর- ৪)
মোট মৃত- ২ জন(২ জনই মৃত্যুর পর স্যাম্পল থেকে সনাক্ত)
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.