রায়পুর প্রেস ক্লাবের মিন্টু সভাপতি ও আনোয়ার সম্পাদক নির্বাচিত

শেয়ার

লক্ষ্মীপুরের রায়পুর প্রেস ক্লাবের সভাপতি পদে মো. মাহবুবুল আলম মিন্টু (দৈনিক আজকের পত্রিকাও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন ঢালী (দৈনিক আমাদের সময়) নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) রাতে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন।

অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে মিজানুর রহমান মোল্লা (সমকাল), সৈয়দ আহম্মদ (খবর), যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইকরাম হোসেন মুকুল পাটওয়ারী (যায়যায়দিন), সোহেল আলম (বাংলার নবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক পদে হারুনুর রশিদ (আমার সংবাদ), অর্থ বিষয়ক সম্পাদক পদে মিজানুর রহমান মঞ্জু (খোলা কাগজ), নির্বাহী সদস্য পদে মোস্তফা কামাল (খবরপত্র), আব্দুল করিম (ভোরের ডাক), আব্দুল লতিফ (মানবজমিন) ও ইমরান হোসেন সজিব (ভোরের পাতা) নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভোরের কাগজ প্রতিনিধি ও সাবেক সভাপতি শংকর মজুমদার। নির্বাচন কমিশনার হিসেবে সহযোগী ছিলেন মোস্তফা কামাল, মিজানুর রহমান মঞ্জু। ২৪ জন সদস্যের মধ্যে ২২ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী পুলিশ সুপার (রায়পুর ও রামগঞ্জ সার্কেল) স্পীনা রানি প্রামানিক, রায়পুর থানার ওসি আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন জাকারিয়া, পৌর আওয়ামীলীগের আহŸায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ, সিনিয়র আইনজীবী মিজানুর রহমান মুন্সী, চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সী, উপক‚ল প্রতিদিন সম্পাদক জহিরুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, আওয়ার টাইমের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর লিটন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর জাকির হোসেন নোমান, রায়পুর রিপোটার্স ইউনিটিটির সভাপতি পীরজাদা মাসুদ হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিলন, রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুর রহমান মুরাদ, সাধারণ সম্পাদক জহির হোসেন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক প্রতিনিধি।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.