রামগতিতে স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার

রামগতি সংবাদদাতা:

উপজেলার সদর আলেকজান্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ১২ অক্টোবর মঙ্গলবার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র- ডরপ এর ইন্টিগ্রিটি ইন্ স্কুল ওয়াশ প্রকল্পের উদ্যোগে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং স্থানীয় ওয়াশ সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি বিষয়ক শুদ্ধাচার পরিমাপক পরিচিতিকরণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা হক লিজা, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার আমির ফয়সাল ,স্বাস্থ্য পরিদর্শক লিটন কুমার নাথ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃরিয়াজ উদ্দিন। কর্মশালায় অংশগ্রহনকারী পানি,স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি বিষয়ক শুদ্ধাচার প্রয়োগের ক্ষেত্র সমূহ চিহ্নিত করে স্ব স্ব মতামত উপস্থাপন করেন।

এফ/ডিএইচ

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.