রামগঞ্জে স্কুল ছাত্রীকে শ্লীতাহানীর দায়ে অটোরিক্সা চালক জেলহাজতে

শেয়ার

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে শ্লীতাহানী করার দায়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপ্তি চাকমা সোমবার রাতে শাহাজাহান নামের এক লম্পট অটোরিক্সা চালককে ২ বছরের কারাদন্ড দিয়েছেন।

শাহজাহান উপজেলার ৮নং ইছাপুর ইইনয়নের সোন্দড়া গ্রামের মুকসুদ আলমের পুত্র।

সুত্রে জানা যায়,উপজেলার সোন্দরা গ্রামের অটো-রিক্সা চালক শাহাজাহান পৌরসভা আঙ্গারপাড়া এলাকাতে স্কুল ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানী করে। পরে ওই ছাত্রী বাসায় ফিরে তার মাকে বিষয়টি জানালে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সিসি ক্যামেরা দেখে বখাটে শাহজাহানকে সনাক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে (ভ্রাম্যমান আদালতে) হাজির করে। একপর্যায়ে তথ্য প্রমানের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা নারী ও শিশু নির্যাতন আইনের ৩৫৪ ধারা মোতাবেক লম্পট শাহজাহানকে ২বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.