রামগঞ্জে যুবলীগ নেতা জুয়েল গ্রেফতার

শেয়ার

 

রামগঞ্জ:
লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য প্রযুক্তি মামলায় জাহেদুল ইসলাম জুয়েল নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ‍দুপুরে জেলা জর্জকোর্ট এলাকায় মামলার হাজিরা দিয়ে আসার সময় ডিবি পুলিশ ও থানার এসআই মহসীন ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত জুয়েলকে রামগঞ্জ থানায় নিয়ে আসা হয়। গত ১২ ফেব্রুয়ারী রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহাজাহানের দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় জুয়েলকে গ্রেফতার দেখিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের যুবলীগের সাবেক আহবায়ক জাহেদুল ইসলাম জুয়েল বেশ কয়েকমাস আগ থেকে নিজের ফেইজবুক আইডিতে উপজেলা আওয়ামলীগের সভাপতি মোঃ শাহাজাহানের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরই ফলশ্রুতিতে আওয়ামীলীগ সভাপতি জুয়েলের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারী রামগঞ্জ থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা পরিপেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল উপজেলার ভোলাকোট গ্রামের সৈয়দ আহম্মদ বিএসসির ছেলে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া জানান, মামলা ভিত্তিতেই জেলা ডিবি পুলিশের সহায়তা নিয়ে লক্ষ্মীপুর থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.