বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেছেন, ‘কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে?’ তিনি বলেন, ‘অনেকে বলেন, সংস্কারের কথা বললে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। আমি বলব, যারা এ কথা বলেন তাদেরই মাথা খারাপ হয়ে যায়।’
নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৩১ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে হতদরিদ্র পথচারীদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শেষে তিনি এ সব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘আমি এককভাবে জানতে চাই, এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে?’
একটি মহল বিশৃঙ্খলায় নির্বাচন পেছাতে চায়: ফখরুলএকটি মহল বিশৃঙ্খলায় নির্বাচন পেছাতে চায়: ফখরুল
সংস্কার কমিটির সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ‘যেটা বাংলাদেশে চলে না এ রকম অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে। আমরা সচল প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাব বাংলাদেশের মানুষের জন্য গ্রহণযোগ্য হবে।’
‘৩১ দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কিছু প্রয়োজন নেই’ বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।