ভোলায় কালেকট্ররেট সহকারীদের আবারও কর্মবিরতি শুরু

শেয়ার

স্টাফ রিপোর্টার, ভোলা: প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশ বাস্তবায়নের দাবিতে ভোলায় কালেকট্ররেট সহকারী সমিতির ব্যানারে জেলা প্রশাসনের কর্মচারীরা আবারও কর্ম বিরতি শুরু করেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেন। তারা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান নেয়। এতে করে প্রায় অচল হয়ে পড়ে জেলা প্রশাসক কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।
ভোলায় কালেকট্ররেট সহকারী সমিতির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে এ সময় বক্তারা জানান, ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের পদবী ও বেতন পরিবর্তনের জন্য জনপ্রশাসন সচিবকে নির্দেশ দেন। যা বাস্তবায়িত হয় নি। ওই নির্দেশ বাস্তবায়নের দাবিতে তাদের আন্দোলন শুরু হয়েছে। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌতম কুমার সিংহ, মাহামুদল হক, মো: রুহুল আমিন,তরিকুল ইসলাম, নাইমুল হাসান, সুধাম চন্দ্রম গোলদার,মো: শাজাহান প্রমুখ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.