বিএমজিটিএ’র টাঙ্গাইল জেলা সম্মেলন

শেয়ার

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল দশটায় উদ্ভোধন করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও জাতীয় শিক্ষক নেতা,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণট্রাস্টের সদস্য হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল ০২ আসনের সাংসদ  ছোট মনির এমপি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব  মো: শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সরকারি কলেজের অধ্যক্ষ  আনোয়ারুল ইসলাম আকন্দ,আলম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো: আব্দুল মোমেন,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি  মো: জয়নাল আবেদীন,বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মধ্যে থেকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক, স্থায়ী কমিটির মেম্বার এবং লক্ষীপুর জেলা শাখার সাধারন সম্পাদক  ফিরোজ আলম,অর্থ সম্পাদক ও স্থায়ী কমিটির মেম্বার জনাব মেহেদী হাসান সরকার,সহ সভাপতি আব্দুস শাকুর,যুগ্ম মহাসচিব মেহেদী হাসান,প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,নারায়নগঞ্জ জেলা উপদেষ্টা জনাব শাহআলম,কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক  আজহারুল ইসলাম মুক্তার বক্তব্য রাখেন।

সম্মেলনে সর্ব সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব  সহকারী অধ্যাপক কে এম শামীমকে টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক  এলিন তালুকদারকে সাধারন সম্পাদক এবং আবু বক্কর কে সাংগঠনিক সম্পাদক,  খলিলুর রহমান কে যুগ্ম সাধারন সম্পাদক এবং  আব্দুর রবকে সহ সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনে বক্তারা মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন,সন্মানজনক বাড়ি ভাড়া,বদলি প্রথা প্রচলন,মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো,মাদ্রাসা ছাত্রদের মাদ্রাসার প্রশাসনিক পদে পদায়নের ব্যবস্থা, মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেলদের আবেদনের সুযোগ রাখা,জৈষ্ঠ প্রভাষক বাতিল করে সহকারী অধ্যাপক চালু করা,অনুপাত প্রথা বাতিল করা,শতভাগ উৎসব ভাতা প্রদান করা,মাদ্রাসার এবতেদায়ী কে প্রাথমিক বিদ্যালয়ের সমান সুবিধা প্রদানকরা,মাদ্রাসার এরাবিক,নন-এরাবিক শিক্ষকদের সমান অধিকার প্রদান সহ সরকারের নিকট নানা দাবি উপস্থাপন করেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.