বাইডেনের ফোন জেলেনস্কিকে; পরমাণু বিদুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

শেয়ার

পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবরে ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

বাইডেন বলেন, “হোয়াইট হাউজ জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের বিষয়টি পর্যবেক্ষণ করছে।”

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়াকে এই অঞ্চলে সামরিক কার্যক্রম বন্ধ করা আহ্বান জানান। সেই সঙ্গে জরুরি কাজে নিয়োজিত কর্মীদের সেখানেও সুযোগ দেওয়ারও আহ্বান জানান তিনি।

 

উল্লেখ্য, বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে।

আজ শুক্রবার অভিযানের নবম দিন। বিগত আট দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ বাহিনী হামলায় ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণিক বিদ্যুৎকেন্দ্র।

সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.