বাংলাদেশে আসছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

শেয়ার

বাংলাদেশে বলিউডের ছবি ‘পাঠান’ মুক্তি নিয়ে কম জটিলতা হয়নি। বেশ কয়েকবার তারিখ ঠিক করার পর গত ১২ মে সারা দেশে মুক্তি পায় শাহরুখ খানের পাঠান সিনেমাটি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে ভারতীয় ছবি আমদানির অনুমতি দেয় সরকার। মুক্তির তৃতীয় সপ্তাহে এখনো দেশের অনেক হলে সিনেমাটি চলছে।

এদিকে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছিল।

বুধবার সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমা ভারতে যাবে।

বেশ কয়েক মাস ধরেই হিন্দি সিনেমার আমদানি নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত সরকার গত ১১ এপ্রিল শর্তসাপেক্ষে ভারতীয় উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়। সাফটা চুক্তির আওতায় এ বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগামী বছর দেশে আটটি হিন্দি সিনেমা মুক্তি পাবে।

‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমাটি গত ২১ এপ্রিল ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। মুক্তির পর ছবিটি ভারত থেকে শত কোটি রুপির বেশি আয় করেছে।

ফরহাদ সামঝি পরিচালিত এ ছবিতে সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। এছাড়া এতে আরও অভিনয় করেছেন “বিগ বস”-খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জ্যাসি গিল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ, জাগপতি বাবু প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.