বক্সিং চ্যাম্পিয়নশীপে বানিয়াচংয়ের আমির উদ্দিনের কৃতিত্ব

শেয়ার

জুয়েল রহমান,হবিগঞ্জ প্রতিনিধিঃ

 টপ অব দ্যা বাংলাদেশ সিলেকশন ফর লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশীপ(বক্সিং)কলম্বিয়া ২০২২ টুর্ণামেন্টে হবিগঞ্জ-মৌলভীবাজার জেলার একমাত্র প্রতিযোগী হিসেবে বানিয়াচং উপজেলার আমির উদ্দিন চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগীতায় আমির উদ্দিন ৬১ কেজির ওজন শ্রেনীতে চট্রগ্রামের শহীদুল আলম বারাত‘কে দ্বিতীয় রাউন্ডে ১.৫৩ সেকেন্ডে নক আউট করে চ্যাম্পিয়ন হয়েছে।

১৩ মে জেফ এলিনা এন্ড একাডেমী যমুনা ফিউচার পার্কে বাংলাদেশের মোট ২৬ জন প্রতিযোগীকে নিয়ে এই বাছাই পর্ব অনুষ্টিত হয়।

 লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াতে অনুষ্টিত জুন মাসের টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ১১ প্রতিযোগীর অংশগ্রহণ করার কথা রয়েছে।

এ জন্য আগামী ২০ মে থেকে চ্যাম্পিয়ন ১১ জন কে নিয়ে বক্সিং ক্যাম্পিং অনুষ্টিত হবে।

কৃতি বক্সার আমির উদ্দিন বানিয়াচং উপজেলার কাজীমহল্লা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। সে বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

আমির উদ্দিন বানিয়াচং উশু একাডেমীর ছাত্র। বানিয়াচং উশু একাডেমীতে উস্তাদ জুয়েল রহমানের তত্ত¡াবধানে নিয়মিত প্রশিক্ষণ গ্রহন করে এই কৃতিত্ব অর্জন করেছে।

এ ব্যাপারে চ্যাম্পিয়ন আমির উদ্দিন জানান, বানিয়াচং ফুটবল ও এ্যাথলেটিক্সের শিক্ষক সাহেদ স্যারের উৎসাহ উদ্দীপনায় আমি জুয়েল স্যারের মাধ্যমে বক্সিংয়ের সাথে জড়িত হই।

এছাড়াও আমাকে নানানভাবে আর্থিক ও মানসিক শক্তি যুগিয়েছেন আহমদ জুলকারনাইন আহমদ রাজা। আমি উনাদের নিকট কৃতজ্ঞ।

আমি আগামীতে এই মাধ্যমে আরও বহুদূর এগিয়ে যেতে চাই।

এ ব্যাপারে বানিয়াচং উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং উশু ও বক্সিং একাডেমীর পরিচালক উস্তাদ জুয়েল রহমান বলেন,দীর্ঘদিন যাবৎ এই মাধ্যমে কাজ করছি। আমার প্রশিক্ষিত ছেলে-মেয়েরা জাতীয় পর্যায়ে হবিগঞ্জ-মৌলভীবাজার জেলার প্রতিনিধিত্ব করছে এ বড় গর্বের বিষয় বানিয়াচং উপজেলার মানুষের জন্য।

আমি আমির উদ্দিনকে মাত্র কিছুদিন প্রশিক্ষণ দিতে পেরেছি। আরও বেশি সময় পেলে আরও বেশি ভালো করতে পারতো।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.