প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল লক্ষ্মীপুরের ৩৩ জন সাংবাদিক

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে লক্ষ্মীপুরের সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রথম পর্যায়ে মনোনিত প্রত্যেক সাংবাদিককে চেকের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ৩৩ জনকে সহায়তা দেয়া হয়।

বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন এ আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল। এছাড়াও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. আশফাকুর রহমান মামুন ও জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনায় সভায় বক্তারা বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে সাংবাদিকরা। চলমান দুর্যোগে নানা সমস্যায় জর্জরিত হয়েও সাংবাদিকদের লড়াই অব্যাহত রয়েছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা দিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। এটা সত্যিই প্রশংসনীয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.