নিষেধ অমান্য করে ইলিশ ধরায় ভোলায় ২৫ জেলের কারাদণ্ড-জরিমানা

শেয়ার

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ১৫ জন জেলেকে কারাদণ্ড ও ১০ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত অভিযানে আটক ২৫ জনকে এ সাজা দেওয়া হয়।

আটকদের মধ্যে জেলার বোরহানউদ্দিন থেকে চারজন, মনপুরা থেকে সাতজন, ভোলা সদর থেকে তিনজন ও চরফ্যাশন উপজেলা থেকে ১১ জন রয়েছেন।

এদের মধ্যে ১৫ জনের এক বছর করে কারাদণ্ড ও ১০ জনের জরিমানা আদায় করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম জানান, ইলিশ রক্ষায় ভোলার মেঘনা তেতুলিয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যান্ত জেলায় ১৪টি টহল দলের
অভিযানে ২৫ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১৫ জনের কারাদণ্ড ও ১০ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিশেধাজ্ঞা জারি করেছে সরকার।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.