নাসিরপুরের জঙ্গি আস্তানা থেকে ৭ মৃতদেহ উদ্ধার

শেয়ার

মৌলভীবাজার:

মৌলভীবাজার সদরের নাসিরপুর জঙ্গি আস্তানায় মিলেছে সাতটি মৃতদেহ। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে এ আস্তানা থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন জানান, সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি মৃতদেহ পুরুষের, দুইটি নারীর ও চারটি শিশুর বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তদন্ত শেষে মৌলভীবাজার সদর হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) পলাশ রায়ও এমন ধারণাই পোষণ করেছেন।

তবে, উদ্ধারকৃত মরদেহগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম।

সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী জানান, শুক্রবার ময়নাতদন্ত না করা পর্যন্ত মৃতদেহগুলোর মধ্যে কয়জন পুরুষের বা নারী ও শিশুর তা বোঝা যাবে না।

আত্মঘাতী বিস্ফোরণেই জঙ্গিদের মৃত্যু হয়েছে বলে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। নাসিরপুরের ওই জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযান ‘অপারেশন হিটব্যাক’ প্রাথমিকভাবে শেষ হয়েছে বলেও ঘোষণা করেন মনিরুল ইসলাম।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.