নরসিংদীতে মালবাহী ট্রাকচাপায় সবজি বিক্রেতাসহ ৪ জন নিহত

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলায় সবজির হাটে ট্রাকের চাপায় চারজন নিহতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়ককের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে সবজি বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। এরপর দুর্ঘটনা রোধে সবজির হাটটি মহাসড়ক থেকে সরানোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার কৃষক সিদ্দিক মিয়া (৫৫), রামনগর এলাকার সিদ্দিক মিয়া (৬২) ও অটোরিকশার যাত্রী বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালামসহ অজ্ঞাত আরোও একজন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে সবজির হাটে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও হাটে আসা এক পথচারী নিহত হন। এসময় আহত হন আরও ছয়জন। আহদের মধ্যে একজন ঢাকা নেওয়ার পথে মারা যান। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছি। গাড়ীর চালক পলাতক রয়েছে।পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.