নটরডেম কলেজের সামনে বিএনপির মিছিলে পুলিশের বাধা

শেয়ার

তীব্র গরম এবং লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হওয়ার প্রতিবাদে বিদ্যুৎ ভবনে অবস্থান কর্মসূচি পালন করতে পল্টন থেকে যাত্রা শুরু করে ঢাকা জেলা বিএনপি। তবে নটরডেম কলেজে সামনে এলে বেরিকেট দিয়ে মিছিলের বাধা দেন পুলিশ।

পরবর্তীতে নটরডেম কলেজের ফুট ওভার ব্রিজের নিচের রাস্তায় বিএনপির মিছিল অবস্থান করে এবং বক্তব্য দেয়।

আজ বৃহস্পতিবার (৮ জুন) দুপর পৌনে ১টার দিকে ঘটেছে এ ঘটনা।

‘অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎখাতের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে; বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রধান করতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এ সময় অবস্থান কর্মসূচির থেকে তীব্র গরমে ঘনঘন লোডশেডিংয়ের জন্য বিএনপির পক্ষ থেকে সরকারের সমালোচনা করে নানা ধরনের স্লোগান দেওয়া হয়।

মিছিলের নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড রুহুল কবির রিজভী। এরআগে মঙ্গলবার (৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন রিজভী।

তিনি বললেন, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে ৮ জুন জেলা পর্যায়ের বিদ্যুৎ অফিসের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান এবং স্মারকলিপি প্রদান করা হবে।

বিস্তারিত আসছে….

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.