দৈনিক সংক্রমণ তালিকায় শীর্ষে ফ্রান্স, প্রাণহানিতে যুক্তরাষ্ট্র

শেয়ার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি ও সংক্রমণের সংখ্যা দুটোই বেড়েছে বিশ্বজুড়ে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় প্রাণ হারান সহস্রাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে প্রায় চার লাখ মানুষের দেহে। নতুনদের নিয়ে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ৫২ হাজার। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ কোটি ৪১ লাখ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে প্রাণহানির শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য মতে , বুধবার (৫ অক্টোবর) থেকে আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে চার শতাধিক। তাদের নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫২ হাজার ৯২৬ জনে।

একই সময়ের মাঝে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৮৪ হাজার ২৮৯ মানুষের শরীরে। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২ লাখেরও বেশি। এর ফলে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৪১ লাখ ৫ হাজার ৩৩২ জনে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.