দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ৯ ফেব্রুয়ারি

শেয়ার

জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২০ খ্রিষ্টাব্দের বিভিন্ন মাদরাসায় দাখিল ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ১২ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

জানা গেছে, বিলম্ব ফি ছাড়া টিটি স্লিপ অনুযায়ী ফি জমা দেয়া যাবে ৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। আর ১০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্দ বিলম্ব ফি দিয়ে টিটি স্লিপ অনুযায়ী টাকা জমা দেয়া যাবে। ইএসআইএফ পূরণ ও সাবমিট করা যাবে ১২ এপ্রিল পর্যন্ত। আর ২০ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশনের কাগজ পত্র জমা দেয়া যাবে।

জানো গেছে, দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে শিক্ষার্থীদের কাছ থেকে ৫৫টাকা ফি নেয়া হবে। এরমধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ নেয়া হবে ৪০টাকা আর রেডক্রিসেন্ট ফি বাবদ নেয়া হবে ১৫ টাকা। আর বিলম্ব ফি হিসেবে নেয়া হবে ৫০টাকা। বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের ফরমপূরণে শিক্ষার্থীদের কাছ থেকে ১০৫টাকা নেয়া হবে।

 

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.