দাখিল-২০২০ পরীক্ষার ফল জানার পদ্ধতি

শেয়ার
মোঃ শাহাদাত হোসাইন শিমুল, শিক্ষা বিষয়ক প্রতিনিধি –
আগামী ৩১মে দুপুর ১২ টায় এসএসসি, দাখিল/ সমমান এর ফল প্রকাশ হবে তবে মাদ্রাসা শিক্ষায় সংশ্লিষ্ট কিছু শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীর ফোনকলের অনুরোধক্রমে তাদের ফল জানার পদ্ধতি নিন্মে উপস্থাপণ করলাম
মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের দাখিলের ফল জানতে পারবেন। মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.bmeb.gov.bd
থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
শিক্ষার্থীরা ওয়েবসাইটে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে ফল দেখতে পারবেন।
আগামীকাল দুপুর ১২টা থেকে এসএমএসেও ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। দাখিলের ফল পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফল জানানো হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন।
আর ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন মাদ্রাসা শিক্ষার্থীরা।
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.