তাইজুলের ঘুর্ণিতে এগিয়ে বাংলাদেশ

শেয়ার

বোলিং পেয়ে নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের ১৫তম ওভারের শেষ বলটি টাডিওনাশে মারুমানির ব্যাটে লিডিং এজড হয়ে বল চলে যায় শর্ট কাভারে।

দর্শনীয় ডাইভে ক্যাচ তালুবন্দি করেন মেহেদি মিরাজ। ৪২ বলে ২৫ রান করে ফিরেন মারুমানি।

নিজের সর্বশেষ ম্যাচে তাইজুল নিয়েছিলেন ৫ উইকেট। জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতন ঘটে ৪৯ রানে। উইকেটে আছেন সিকান্দার রাজা।

রান তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এক বছর পর দলে ফেরা পেসার হাসান মাহমুদের বলে মুশফিকের তালুবন্দি হন তাকুদজোয়ানাশে কাইতানো (০)। দ্বিতীয় ওভারে মিরাজকে দিয়ে শুরু হয় স্পিন আক্রমণ। ফিরতি ওভারে এসেই হাসান মাহমুদ তুলে নেন প্রথম ম্যাচের অন্যতম নায়ক সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকে (৭)।

স্বাতিকদের তৃতীয় উইকেটের পতন ঘটান মেহেদি মিরাজ। তার বলে ওয়েসলি মাধভেরে (২) লেগ বিফোরের ফাঁদে পড়লে ২৭ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। উইকেটে আসেন সিকান্দার রাজা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.