তরুন লেখক রায়হানের কবিতা : পথশিশু

শেয়ার

”পথশিশু”

লেখক : মাহমুদুল ইসলাম রায়হান

দুঃখ কষ্ট আছে যেথায়
সবই বক্ষ মাঝে চেপে রয়।
বারুদ বারুদের ঘর্ষণে
জ্বলে উঠে নানান প্রজাতি
সেই আগুনের অনর্গলে
কেবলই জ্বলে আমাদের ছাতি।
মানবেতর জীবন নিয়ে
পথশিশু হয়ে রেখেছি জীবন বাজি।

আজ কোথায় আছে মানবতা?
কোথায় সে রঙের শহর?
হলদে কার্ডের জীবন চলি
খসে পড়া পাখির পলকের মতন।
নানানবর্ষীয় আমরা পথশিশু
মানবতার চলে হাতড়ে মরি।

সন্ধ্যা নামে নিয়মের গতিতে
প্রগাড় হয়ে যখন রাত
ষ্টেশনের যাত্রী ছাউনীতে
নিদ্রায় আমরা লুটে পড়ি                                      সয়ে স্হস্র ঘাত।

নীরবতায় গুঁমোট বাধা রাতে
সারিবদ্ধ হয়ে ফ্লোরের এক কোণে।
কুয়াশায় আচ্ছন্ন যখন চারিদিক
এভাবে কাটে জীবনের প্রতিটি দিন।

প্রকৃতির এক ছড়া মৃদু আলোতে
যানবাহনের দূষিত শব্দে।
মানুষের অতিতিক্ষার শোরগোলে
প্রভাত ফুটে আমাদের নির্বাকে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.