টাই বাঁধার সহজ পদ্ধতি (ভিডিও)

শেয়ার

ফরমাল পরতে পছন্দ করেন? কিন্তু, সমস্যা শুধু টাই বাঁধাতে! আশপাশে এমন উদাহরণ অনেক মিলবে। অধিকাংশ পুরুষদেরই টাই বাঁধতে সমস্যা হয়। অনেকে আবার টাই বাঁধতে গিয়ে গলার মাফলার বানিয়ে ফেলেন।

কিন্তু, টাই বাঁধা আদতে খুব সহজ পদ্ধতি। একবার মনে রাখলেই ভুলবেন না। পাঠকদের জন্য রইল সহজে টাই বাঁধার পদ্ধতি। মনে রাখুন এবং মাত্র ২ মিনিটে বাঁধুন টাই।

১. কোনও সমান টেবিলে পছন্দের টাইটি রেখে প্রথমে হাফ ভাঁজ করে নিন। মনে রাখবেন টাইয়ের দুইটি অংশ থাকে। চওড়া ও সরু।

২. চওড়া অংশটি গলার সরু অংশের উপর দিয়ে ঘুরিয়ে নিচে আনুন। দেখবেন একটি ফাঁস তৈরি হচ্ছে।

৩. এবার চওড়া অংশটি আরও একবার সরু অংশের উপর দিয়ে ঘুরিয়ে ফাঁসের নিচ দিয়ে উপরের দিকে টানুন।

৪. একই চওড়া অংশটিকেই ফাঁসের মধ্যে দিয়ে গলিয়ে হালকা টান দিন।

৫. চওড়া অংশের পুরোটাই উপরের দিকে টেনে তুলুন। এবার ওই অংশটি ফাঁসের মধ্যে দিয়ে ঢুকিয়ে টেনে বের করে নিন।

আর কী চাই! টাই বাঁধা যে হয়ে গেছে! আরও একবার অভ্যাস করে নিন। দেখবেন টাই বাঁধা আরও সহজ হয়ে গেছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.