জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার আহ্বান

শেয়ার

জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

তিনি বলেন, অনেক ভালো ভালো নেতাকর্মী দলের বাইরে আছে, তাদেরকে যুক্ত করতে হবে। নতুন প্রজন্মকে দলে আনতে হবে। কাজী জাফর, আনোয়ার হোসেন মঞ্জু, শাহ্ মোয়াজ্জেমসহ অনেক সিনিয়র নেতা পার্টি ছেড়ে চলে গেছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। দলকে আওয়ামী লীগ ও বিএনপির সমকক্ষ বানাতে হবে। নতুবা রাজনীতিতে টিকে থাকতে পারব না।

শনিবার দুপুরে গুলশানের ওয়েস্টিন হোটেলে পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, জিয়াউল হক মৃধা, এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, জাপার সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু।

সভায় উপস্থিত ছিলেন রওশন পুত্র রাহগীর আল মাহি (সাদ এরশাদ), রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ, জাপার প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, প্রফেসর দেলোয়ার হোসেন খান, কাজী মামুনুর রশীদ, ফখরুজ্জামান জাহাঙ্গীর, নরুল ইসলাম নুরু, জাফর ইকবাল সিদ্দিকী, ইকবাল হোসেন রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, আশরাফ সিদ্দিকী প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.