ক্যারিবীয়দের চেপে ধরেছে টাইগাররা

শেয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে দলীয় ৩২ রানের মাথায় ৩ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৪.৩ ওভার শেষে ৪ উইকেটে ৭৭ রান।

টিকে থাকার লড়াইয়ে শুরুতেই এভিন লুইসকে সাজঘরে পাঠান মুস্তাফিজুর রহমান। এভিন লুইস আউট হওয়ার আগে ৯ বলে ৬ রান করেন। এরপর জোড়া আঘাত হানেন মেহেদী হাসান।

বিধ্বংসী ক্রিস গেইলকে বোল্ড করেন মেহেদী। আউট হওয়ার আগে ১০ বলে ৪ রান করেন গেইল। এরপর আরেক বিধ্বংসী শিমরন হেটমায়ারকে সাজঘরে পাঠান মেহেদী। শিমরন হেটমায়ার আউট হওয়ার আগে ৭ বলে ৯ রান করেন।

উইন্ডিজ একাদশেও এসেছে দুই পরিবর্তন। লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র বাদ পড়েছেন। দলে এসেছেন রোসটন চেইজ ও জেসন হোল্ডার। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়েছে চেইজের। আর হোল্ডার গতকালের আগে বিশ্বকাপের মূল দলে না থাকলেও একাদশে ঢুকে গেছেন। তিন নাম্বারে নামার বদলে আজ ওপেন করেন ক্রিস গেইল।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.