কারিগরি ও মাদরাসা এমপিওভুক্তির আবেদন শুরু ১০ অক্টোবর

শেয়ার

কারিগরি শিক্ষা ও নতুন মাদরাসা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণও আগামী ১০ অক্টোবর শুরু হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নতুন মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে নতুন মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্তির গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়েছে,  বেসরকারি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে আগামী ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd), কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.techedu.gov.bd), মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dme.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইট (www.banbeis.gov.bd) এ অনলাইন এমপিও অ্যাপ্লিকেশন (Online MPO Application) শিরোনামে প্রদর্শিত লিংকয়ের মাধ্যমে আবেদন করা যাবে।

বেসরকারি মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা চিঠির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা এর অধীনস্থ কোন দপ্তরে গ্রহণ করা হবে না হবেনা বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.