কামারখন্দ উপজেলায় বাসদের কর্মী সমাবেশ

শেয়ার
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সারের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সার, নিত্যপন্যের দাম কমানো সহ জনগনের ভোটাধিকার নিশ্চিত করার সংগ্রাম জোরদার করার লক্ষে বাসদ কামারখন্দ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে কামারখন্দ চৌদুয়ার স্কুল মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ কামারখন্দ উপজেলা শাখার সদস্য সচিব কামরুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন। তিনি বলেন, সরকার নিত্যপন্যের দাম বাড়িয়ে দিয়ে জনগন কে শোষন করছে।
এখন আবার সারের দাম বাড়িয়ে দিয়ে কৃষি কৃষক ও দেশ কে বিপদে ঠেলে দিচ্ছে। অন্য দিকে ভোট চুরির নানা ফন্দি ফিকির করা হচ্ছে। সকল ষড়যন্ত্র কে মোকাবেলা করে জনগনের মৌলিক অধিকার এবং ভোটাধিকার রক্ষার জন্য বৃহত্তর গন আন্দোলন গড়ে তুলতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কেন্দ্রীয় সদস্য নব কুমার কর্মকার, সদস্য সচিব এড. আনোয়ার হোসেন, সিপিবি নেতা উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, সিপিবি কামারখন্দ সভাপতি আশরাফ সরকার প্রমূখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.